সোমবার , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার

ঐতিয্যের নৌকাবাইচ, বাঁকখালীর দু’পাড়ে মানুষের ঢল

কক্সবাজারের রামুর ফাঁতেখারকুলে অনুষ্ঠিত হয়ে গেলো নৌকা বাইচ। গ্রাম বাংলার ঐতিহ্যের ধারক এই নৌকা বাইচ দেখতে নদীর দু’পাড়ে ছিল দর্শনার্থীদের ঢল।

১২ গজের নৌকায় গলুইতে বসা গায়েনের নেতৃত্বে ১০ জন মাঝি প্রস্তুত বৈঠা হাতে। তারপর বাঁশি বাজতেই ঝুঁকে ঝুঁকে নদীতে আঘাত করে ছুটে যাওয়া লক্ষ্য ছোঁয়ার নেশায়।

বৈঠা টানতে টানতে নদীর মাঝে টাঙ্গানো বেত আগে ছুঁতে পারতেই জয়ী দলের বিজয় উল্লাস। ঐতিহ্যের এই নৌকা বাইচ হয়ে গেলো শুক্রবার বিকেলে রামুর বাঁকখালী নদীতে।

নানা রঙের পোষাক পরে ৬টি দল অংশ নেয় নৌকা বাইচে খেলোয়াড়তের নৈপূণ্য দেখতে বাঁকখালীর দু’পাড়ে জমেছিল মানুষের ঢল।

খেলোয়াড়রা জানান, এই বাইচ তাদের শৈশব ফিরিয়ে ফিরে আনে।

আর আয়োজকরা জানান, ঐতিহ্যের এই খেলর উৎসব তারা হারাতে দেবেন না।

তিন পর্বের ম্যাচ শেষে জয়ী ও বিজয় দলকে পুরষ্কৃত করা হয়।”


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds