বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খেলায়

ড্রাফট শেষে যেমন হলো বিপিএলের সাত দল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট আজ সোমবার শেষ হয়েছে। ড্রাফটে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছিল পাঁচটি ক্যাটাগরিতে। আর ৬ ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়কে ভাগ করা হয়েছিল। সেখান থেকে দল গঠনের কাজ এগিয়ে নিয়েছে বিপিএলের সাত ফ্রাঞ্চাইজি। এর আগেই অবশ্য তারা তিনজন করে ক্রিকেটার সরাসরি চুক্তি অথবা ধরে রেখেছে। যদিও এখনো সুযোগ আছে, চাইলে ফ্রাঞ্চাইজিগুলো আরো ক্রিকেটার নিতে পারবে।

ড্রাফটের বাইরেও দলগুলো চাইলে খেলোয়াড়দের দলে ভেড়াতে পারবে। বিদেশিদের নেওয়া যাবে কোনো ধরনের বাধ্যবাধকতা ছাড়াই। ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে থাকা সব ক্রিকেটারই দল পেয়েছেন। ‘সি’ ক্যাটাগরিতে দল পাননি মুমিনুল হক সৌরভ ও মোসাদ্দেক হোসেন সৈকত। সপ্তমবারে গিয়ে রিশাদ ডাক পেয়েছেন।

এদিকে সাব্বির রহমান, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুবদের মতো অনেকে দীর্ঘদিন পর এসেও বিপিএলে খেলার মতো সুযোগ পাচ্ছেন।

একনজরে ড্রাফট থেকে এবারের খেলোয়াড়দের দলবদল

দুর্বার রাজশাহী

দেশি: তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ।

বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

ড্রাফটের আগে: এনামুল হক বিজয়।

ফরচুন বরিশাল

দেশি: মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।

বিদেশি: জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার

ড্রাফটের আগে: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী।

ঢাকা ক্যাপিটাল

দেশি: লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন।

বিদেশি: সাইম আইয়ুব, আমির হামজা।

ড্রাফটের আগে: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, স্টিফেন স্কিনাজি, থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা, শাহনেওয়াজ দাহানি।

চিটাগাং কিংস

দেশি: শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব।

বিদেশি: গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।

ড্রাফটের আগে: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মইন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও বিনুরা ফার্নান্দো।

রংপুর রাইডার্স

দেশি: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান।

বিদেশি: আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।

ড্রাফটের আগে: নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ।

সিলেট স্টাইকার্স

দেশি: রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।

বিদেশি: রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি

ড্রাফটের আগে: তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জর্জ মুনসি, পল স্টার্লিং।

খুলনা টাইগার্স

দেশি: হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান।

বিদেশি: মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি।

ড্রাফটের আগে: নাসুম আহমেদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ।


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds