শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয়

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৩২, যা গত ৫ বছরের ফলের মধ্যে সর্বনিম্ন পাসের হার।

এর আগে ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, ২০২২ সালে ৮০ দশমিক ৫০ শতাংশ, ২০২১ সালে ৮৯ দশমিক ৩৯ শতাংশ ও ২০২০ সালে অটো পাস পদ্ধতিতে শতভাগ পাসের হার ছিল।

এবারের পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৬ হাজার ২৯৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ জন। গতবার পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার ৪ দশমিক ১৩ শতাংশ কম।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এ বোর্ডের পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ছাত্রদের পাসের হার ৬৭ দশমিক ৭২ ও ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ৪৯ শতাংশ।

বিভাগ ভিত্তিক ফলে এগিয়ে আছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৯১ দশমিক ৩৩ শতাংশ। এ ছাড়া মানবিকে পাসের হার ৫৭ দশমিক ১১ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৭৩ দশমিক ৫২ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৪ হাজার ৫১০ জন ও ছাত্রী ৫ হাজার ৭৫৯ জন।

এ ছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় কক্সবাজার জেলায় ৬৩ দশমিক ১৯ শতাংশ, রাঙামাটি জেলায় ৬০ দশমিক ৩২ শতাংশ, খাগড়াছড়ি জেলায় ৫৯ দশমিক ৬৩ শতাংশ, বান্দরবান জেলায় ৫৯ দশমিক ৯০ শতাংশ পাসের হার।


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds