শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজনীতি

সিএমএম আদালতে আওয়ামীপন্থী আইনজীবীদের বিক্ষোভ

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ৩টার পর ২০-২৫ আইনজীবী এ মিছিল বের করেন।

এ সময় তারা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ নানা স্লোগান দিতে থাকেন। পরে একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, গ্রেপ্তারের পর সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে তাকে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত থেকে হাজতখানায় নামানোর সময় আওয়ামীপন্থী আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা সিএমএম আদালতের নিচে জড়ো হন। তখন ‘শেখ হাসিনার দরকার, বারবার দরকার’; ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’; সহ নানা স্লোগান দেন।

রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক খান বলেন, আদালতের প্রাঙ্গণের মিছিল থেকে নাহিদ হোসেন নামে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের এক আত্মীয়কে আটক করা হয়েছে। তবে অন্য বিক্ষোভকারীরা পালিয়ে গেছে। এ বিষয়টি নিয়ে আমরা খতিয়ে দেখছি।

ডিএমপির উপকমিশনার (প্রসিকিউশিন বিভাগ) তারেক জোবায়ের বলেন, আমি মাত্রই দায়িত্ব নিয়েছি।

তবে আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। আমরা আদালতের নিরাপত্তায় সর্বোচ্চ সর্তক রয়েছি।


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds