শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার

ট্রেনের ধাক্কায় আহত হাতিটি মারা গেছে

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় আহত হাতিটি মারা গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে ক্রেনের সাহায্যে হাতিটি উদ্ধার করে একটি রিলিফ ট্রেন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাতিটির চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চেষ্টার পরও গুরুতর আহত হাতিটির বাঁচানো যায়নি।

এর আগে গত রোববার রাত সাড়ে ৮টার দিকে দোহাজারী-কক্সবাজার রেলপথের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলিফ্যান্ট ওভারপাসে (হাতি পারাপারের পথ) ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় হাতিটি।

সাফারি পার্ক সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঈদ স্পেশাল-১০ ট্রেনের ধাক্কায় গত রোববার রাতে বন্য হাতিটি আহত হয়। এরপর বন বিভাগ হাতিটিকে উদ্ধার করে চিকিৎসা দেয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে রেলওয়ের একটি রিলিফ ট্রেন আনা হয়।

বন বিভাগ ও স্থানীয় লোকজনের সহায়তায় ক্রেনের সাহায্যে হাতিটি ট্রেনে তোলা হয়। এরপর সকাল ৯টার দিকে হাতিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালের নিয়ে চিকিৎসা শুরু করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে হাতিটি মারা যায়।

এর আগে হাতিটির চিকিৎসার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রকে প্রধান করে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন।

সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন বলেন, ‘ট্রেনের ধাক্কায় আহত হাতিটির আঘাত ছিল খুবই গুরুতর। হাতিটির পেছনের ডান পা ভেঙে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মেরুদণ্ডের স্ট্রাকচার, কোমর, ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে। হাতিটির বয়স আনুমানিক ৮ বছর। পার্কের হাসপাতালে আনার পরপরই চিকিৎসা শুরু হয়। বিকেল ৪টার দিকে হাতিটি মারা যায়। চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দিন তত্ত্বাবধানে হাতিটির ময়নাতদন্ত করা হয়েছে।’

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘হাতিটি ট্রেনের ধাক্কায় আহত হওয়ার পরপরই আমাদের একটি চিকিৎসা টিম সেখানে চিকিৎসা কার্যক্রম শুরু করে। আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রকে প্রধান করে ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। সাফারি পার্কের স্বয়ংসম্পূর্ণ ভেটেরিনারি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা গেছে। আমাদের আপ্রাণ চেষ্টা করেও হাতিটি বাঁচানো যায়নি।’


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds