পুড়ে যাক, ছাঁই হোক, লুটতরাজ চলুক, রক্তপাত হোক, মানে যাই হবার হোক, তাতে কি। কলমের নীপ ক্যামেরার ল্যান্স আর সংবাদ হবে বাম্পার ফলনের দিকে।
তাঁদের হাত ধরে নতুন বাংলাদেশ। তাদের আওয়াজে কক্সবাজার জাগে, তাঁদের কথা শোনার জন্য মুখিয়ে থাকা হয়। তাদের কথায় গাছের পাতাও নড়ে বোঝে শোনে। সংবাদ মাধ্যমগুলো তাদের প্রত্যেকটা কদম গুরুত্ব সহকারে প্রকাশ করতে ব্যকুল।
এটাই হওয়া স্বাভাবিক। কারণ তাদের নেতৃত্বে দেশ এসেছে নতুন স্বপ্ন নিয়ে।
আবার এটাও অস্বাভাবিক কিছু নয় যে, তাদের জীবনের সফলতা ও ব্যর্থতাও তুলে ধরা অপরাধ, অপ-সাংবাদিকতা। কারণ তারাই এখন দেশের মুখপাত্র, সেলিব্রেটি। পাবলিক ফিগারদের সবই মুখরোচক।
যদি তাতে নেটিজেনদের দাহ হয়, মোড় ঘুরিয়ে নেয়ার চেষ্টা থাকে, তাতে আর কিছু বলার থাকেনা।
এসবের কারণেইতো খবর পাড়ার অলিগিলি, প্রতিটি লিখনি ও উপস্থাপনাতে কথিত দালালদের উপদ্রব ছিল। বাধ্য হয়ে, ভয়ে।
এখনের অবস্থা যদি তেমনই হয়, সত্যকে ঢেকে ‘বাতাবি লেুবুর’ বাম্পার ফলনই ভালো।
অনেকে আবার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড টানেন। খোঁজে দেখেন। পুরনো চাষী। “
লেখক:- কামরুল ইসলাম মিন্টু, নির্বাহী সম্পাদক প্রবাল নিউজ।