শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজনীতি

৪৩তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি বিএনপির

‘ফ্যাসিবাদী’ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সুপারিশকৃত ৪৩তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষার সব প্রক্রিয়া বাতিলেরও দাবি তুলেছে দলটি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

তিনি বলেন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জোরালো দাবি তোলা হয়েছে। ঠিক সেই মুহূর্তে ৪৩তম বিসিএসের ঢালাও নিয়োগদান অগ্রহণযোগ্য। এর মাধ্যমে প্রশাসনের উচ্চ পদসমূহে স্থান পাবে আওয়ামীপন্থীরা। যা জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী।

৫ আগষ্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যূত্থানের মাধ্যমে আসা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার আহ্বানও জানান সালাহউদ্দিন আহমদ।

প্রসঙ্গত, ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে গত মঙ্গলবার প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। এর দশ মাস পর জারি করা চূড়ান্ত প্রজ্ঞাপনে ২ হাজার ৬৪ জনকে নিয়োগের প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রণালয়। বিভিন্ন ক্যাডারে মোট বাদ পড়েছেন ৯৯ জন। এর মধ্যে প্রশাসন ক্যাডারে বাদ পড়েছেন ৭ জন এবং পুলিশ ক্যাডারে বাদ পড়েছেন ৪ জন।

নিয়োগ পাওয়া ২ হাজার ৬৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে রয়েছেন ২৯৩ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, পুলিশ ক্যাডারে ৯৬ জন। ২০২০ সালের ৩০ নভেম্বরে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds