শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয়

পহেলা নভেম্বর থেকে পলিথিন কারখানায় অভিযান: পরিবেশ উপদেষ্টা

কোনও কারখানারই পলিথিন ব্যাগ তৈরির অনুমোদন নেই। কারখানাগুলো অবৈধভাবে তা উৎপাদন করছে। আগামী ১ নভেম্বর থেকে এসব কারখানায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন।

রোববার (২০ অক্টোবর) দুপুরে পরিবেশ অধিদফতরে পলিথিন ব্যবসায়ীদের সাথে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে যেসব বাজার প্লাস্টিক ব্যাগমুক্ত হবে তাদের পুরষ্কার দেয়া হবে। এ বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে নভেম্বরে শিক্ষার্থীদের পাঠানো হবে। তবে তারা কোনও অভিযান পরিচালনা করবে না। এ সময় পলিথিন ব্যাগ ব্যবহার না করার সিদ্ধান্ত সবাইকে মিলে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার আরেকটি আলোচনা সভায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় যে অর্থ দেয়া হচ্ছে তা যথেষ্ট নয়। উন্নত দেশগুলো টাকার যোগান দিলে সংকট থেকে কিছুটা উত্তরণ ঘটলেও জলবায়ুুর ন্যায়বিচার হবে না। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিয়ে ‘কপ-টোয়েন্টি নাইন’ সম্মেলনে ডকুমেন্টারি দেখানো হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds