শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফ

টেকনাফে বাড়ি দখল নিতে মারধর করে যুবককে অপহরণের চেষ্টা

কক্সবাজার টেকনাফে অস্ত্র-সশস্ত্র নিয়ে জমি দখলে নিতে এক যুবককে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে। এঘটনায় আহত টেকনাফ সাবরাং মুন্ডার ডেইল গ্রামের বাসিন্দা আব্দুস সালামের ছেলে হামলা শিকার কাদের মিয়া বাদী হয়ে চার জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, ‘টেকনাফের সাবরাংয়ের মুন্ডা ডেইলের বাসিন্দা হেলাল , শফিক, নাজির হোসেন, আমির আলী।

অভিযোগে জানা যায়, টেকনাফ মেরিন ড্রাইভের মুন্ডার এলাকায় পিতার জমিতে ৩৫ বছর ধরে বসবাস করে আসছিল কাদের মিয়া। এতে হঠাৎ করে এলাকার কয়েকজন ভূমিদস্যুরা ধারালো অস্ত্র নিয়ে গত ১৭ অক্টোবর কাদের মিয়ার বসতবাড়িতে হামলা চালায়। এসময় বাড়িতে থাকা কাদের মিয়াকে রশি দিয়ে হাত, পা এবং কালো কাপড়ে মুখ বেঁধে ব্যাপক মারধর করে, বাড়িতে ভাঙচুর করে।

এছাড়া জমিসহ বসত বাড়িটি দখল নিতে প্রাণনাশের হুমকি দিয়ে অপহরণের চেষ্টা করেন। এসময় তার সু-চিৎকার শুনে এলকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা বেগতি দেখে কর্মরত ডাক্তার, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারে সদর হাসপাতালে প্রেরন করে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এলাকায় চিহ্নিত ভূমিদস্যুরা। অবৈধ অস্ত্র দিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করছে। মুন্ডা ডেইল নৌ ঘাটে। এছাড়া তারা সেখান থেকে মানব পাচার থেকে শুরু সব অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। আমাদের দাবি তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। এসব সন্ত্রাসীদের কারণে এলকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। বিগত সরকারের আমলে নিরব ছিল তারা। এখন বিএনপির নাম ভাঙ্গিয়ে এসব কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার এসআই সুদর্শন কান্তি দে বলেন, অভিযোগের বিষয়ে ঘটনাটি দেখতে সরজমিনে গিয়ে দেখি ,আহত কাদের মিয়াকে উলঙ্গ করে রশি দিয়ে হাত -পা বেঁধে ব্যাপক মারধর করে। সেটা সত্যি। আমি উভয়পক্ষকে কাল থানায় হাজির হতে বলছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থ্যা নেওয়া হবে। “


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds