দেশে হঠাৎ অস্থির হয়ে উঠেছিল ডিমের বাজার। তবে এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে। ডজন প্রতি দাম কমেছে ৩০ টাকা। তারপরেও সরকার নির্ধারিত দামে ডিম পাচ্ছেন না পাইকার ও ভোক্তা।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি হালি ডিম (লাল) বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। ডজন ১৫০ টাকা।
গত ১৫ অক্টোবর সব পর্যায়ে ডিমের দাম নির্ধারণ করে দেয় সরকার।
অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী, ডিমের (লাল) জন্য উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা। খুচরায় ১১ টাকা ৮৭ পয়সায় ডিম বিক্রির সিদ্ধান্ত দেয়া হয়। সে হিসেবে ভোক্তা পর্যায়ে প্রতি ডজন কিনতে খরচ হবে ১৪২ টাকা ৪৪ পয়সা।
এতে চাপে পড়ে ডিম সিন্ডিকেট। ফলে বাজারে দাম কমতে শুরু করে।
ঢাকা উদ্যানের হাজী জয়নাল আবেদীন বাজারের ডিম বিক্রেতা মো. রুহুল আমিন ঢাকা মেইলকে বলেন, ডিম ১৫০ টাকা ডজন। আমার পিস কেনা ১২ টাকা। পলি, দোকান ভাড়াসহ ১২ টাকা ২০ পয়সা পড়ে। ১১ টাকা ১ পয়সায় তো আমরা কিনতে পারতেছি না।
এদিকে ব্রয়লার মুরগীর দামও কমেছে। কেজিতে ২০ টাকা কমে ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। সোনালি মুরগী বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে।”