বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

ঢাকা জেলার শাহ আলী থানাস্থ বিক্রমপুর এলাকা থেকে ৯ম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তার পরিবার থানায় অভিযোগ জানালে কক্সবাজার র‍‍্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল সদর থানাধীন লাইট হাউজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে। একই সঙ্গে অপহরণের সাথে জড়িত একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‍‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান।

গ্রেফতারকৃত অপহরণকারী আ: আলীম মির্জা শান্ত (৩২)বরিশাল জেলার মুলাদী থানার জলক্ষীপুর এলাকার আব্দুর রশিদের ছেলে।

র‍‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান জানান, ‘৯ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী গ্রামের বাড়ি হতে ব্যক্তির ছোট বোনের বাড়ী ৩নং সিমসন রোড, বিক্রমপুর গার্ডেন সিটি, ব্লক-বি, ফ্লোর-১০, সদরঘাট ঢাকায় বেড়াতে যায়। অতঃপর গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুমান ১৯.০০ ঘটিকার সময় বাসা হতে বের হয়ে বিক্রমপুর গার্ডেন সিটির নিচে মার্কেটে গেলে সাহিদা বেগমের ছোট বোনের পূর্ব পরিচিত আঃ আলীম মির্জা শান্ত’সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন ভিকটিমকে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন প্রকার হুমকী ও ভয়-ভীতি দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পর থেকে ভিকটিমের পরিবার আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগের ভিত্তিতে র‍‍্যাব-১৫, কক্সবাজার এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল লাইট হাউজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী শান্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍‍্যাবের এই কর্মকর্তা। “


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds