কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের ৬নং জেটিঘাটে ৪টি দেশীয় তৈরি অস্ত্র স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
সোমবার (২৮ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের পরিদর্শক (নিঃ) প্রতুল কুমার শীল ও সঙ্গীয় অফিসার-ফোর্স গোপনসূত্রের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার অন্তর্গত ০২ নং ওয়ার্ডস্থ ৬ নং জেটিঘাট পল্টুনে মহেশখালী হইতে স্পিডবোট যোগে আগত গ্রেফতারকৃত আসামীদ্বয় ( স্বামী-স্ত্রী)কে আটক করেন পুলিশ। সাক্ষীদের উপস্থিতিতে তাদের সাথে থাকা কালো স্কুল ব্যাগ তল্লাশি করে চারটি দেশীয় তৈরী বিভিন্ন সাইজের অস্ত্রসহ উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দতালিকামূলে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা স্বীকারোক্তি মতে আগ্রেয়াস্ত্রগুলো মহেশখালী থেকে ক্রয় করে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি দেশীয় তৈরী অস্ত্র।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের পুরান পল্লান পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তার খুরশীদা আক্তার (২৬)।
উদ্ধারকৃত অস্ত্র ও আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।