মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার

চৌফলদন্ডীতে যুবককে হত্যা, ৬ বছর পর আসামীর মৃত্যুদন্ড

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় এক আসামীকে মৃত্যদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামীকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেশ।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত দায়রা জজ-৪ এর বিচারক মো: মোশারফ হোসেন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি শওকত বেলাল।

দন্ডপ্রাপ্ত আসামী হলেন- কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের কালু ফকির এলাকার লাল মিয়ার ছেলে ওসমান গণি।

আদালত সুত্রে জানা গেছে, ২০১৭ সালের ৯ জুলাই রাত আটটার দিকে চৌফলদন্ডী ইউনিয়নের কালু ফকির এলাকার সৈয়দ আহমদের ছেলে সৈয়দ করিমকে ছুরিকাঘাত করে ওসমানের নেতৃত্বে কয়েকজন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ করিম। পরে ১১ জুলাই ঘাতক ওসমানসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন সৈয়দ করিমের বাবা সৈয়দ আহমদ।

আদালতের এপিপি শওকত বেলাল বলেন, ‘এ মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণসহ দীর্ঘ শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন। “


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds