বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার

আল-মোস্তফা নূরানী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পরিক্ষার্থীদের দোয়া মাহফিল

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হলো শহরের উত্তর রুমালিয়ার ছরা আল মোস্তফা নুরানী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরিক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় মাদরাসার মাঠে অভিভাবক সমাবেশ ও তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরিক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়৷

আল-মোস্তফা নূরানী মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান কোম্পানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাহিত্যিকা পল্লী আল ফারুক ইসলামিয়া মাদ্রাসার সভাপতি সায়েম হোসেন চৌধুরী৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শহরের টেকপাড়া রব্বানী নুরানী একাডেমীর পরিচালক মমতাজুল ইসলাম৷

অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাওলানা নোমান মুহাম্মদ নুরুল আমিন৷

তিনি বলেন, কোমলমতি সন্তান-সন্ততিদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী শিক্ষার বিকল্প নেই। তাই দ্বীনি শিক্ষাকেন্দ্রে অধ্যয়নরত সন্তান-সন্ততিদের ব্যাপারে অভিভাবকমণ্ডলীকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সকল মা-বাবাকে নিজেদের সন্তানদের সহীহ শুদ্ধরূপে তিলাওয়াতে কুরআন শিক্ষাদানসহ দ্বীনের বুনিয়াদী তা’লীম দেয়ার আহবান জানান।

মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারি রাশেদুল্লা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা নুরুল আবছার৷

অভিভাবকমণ্ডলীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত অনন্য সুন্দর এ আয়োজনে মাদ্রাসার
বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা ক্বেরাত ও ইসলামী সংগীত পরিবেশন করেন৷

সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও রেজাউল করিম৷


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds