কক্সবাজার সদর উপজেলার কক্সবাজারে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২ ইউনিয়ন থেকে দুইটি অস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে খুরুশকুল ইউনিয়নের ছনখোলা সাম্পানঘাট পাড়া ও লিংরোড থেকে পৃথকভাবে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ।
গ্রেপ্তারকৃতরা হলেন-কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরী পাড়ার বজল কবিরের ছেল আব্দুর রহিম ওরফে ইলিয়াছ (৩৮) ও একই ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মো. ওসমান (৫৪)।
পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সদর থানাধীন খুরুশকুল ইউপির ৯নং ওয়ার্ডস্থ ছনখোলা বাজার রোড থেকে সাম্পানঘাট পাড়া গামী রাস্তার মুখে দাড়িয়ে থাকা সিএনজি তল্লাশী করে দুইটি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ সিএনজি চালক ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়। তার দেয়ার তথ্যের ভিত্তিতে লিংরোড এলাকা থেকে ওসমানকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, ‘তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।