বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

জান্তা বাহিনীর বিমান হামলায় রাখাইনে নিহত ৪০

আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইনের রামরি উপশহরে মায়ানমারের জান্তা সরকারের বিমান হামলায় ৪০ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ হামলায় আরও ২০ জন আহত ও ৫ শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।

স্থানীয়দের ভাষ্য, এ হামলায় নিহত অধিকাংশই নারী, শিশু ও বয়োবৃদ্ধ মানুষ।

বুধবার (৮ জানুয়ারি) রামরি উপশহরের কিয়ুকনিমাও এলাকার একটি বাজার ও তার আশপাশের এলাকা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

স্থানীয়রা জানায়, বিমান থেকে হামলার পর আগুন দ্রুত পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। এতে শত শত বাড়িঘর পুড়ে গেছে। এ ছাড়া আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষের ফলে পার্শ্ববর্তী এলাকা টাউনগুপ থেকে অনেক মানুষ হামলার হাত থেকে বাঁচতে কিয়ুকনিমাও অঞ্চলে আশ্রয় নিয়েছে। 

কিয়ুকনিমাওয়ের এক বাসিন্দা সংবাদ মাধ্যম ইরাবতিকে জানায়, হতাহতের সংখ্যা নিহতের সংখ্যার চেয়ে বেশি। ওষুধ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম নেই, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।


সম্পর্কিত খবর