বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার

সপ্তাহে ৬ দিন চলবে সৈকত ও প্রবাল এক্সপ্রেস

চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে যাত্রী ও পর্যটকদের সাচ্ছন্দ্য এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন ২ জোড়া ট্রেন চলাচল শুরু করবে।

২০ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম অঞ্চলের চীফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট পূর্ব, কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এই ২ জোড়া ট্রেনের নাম ‘সৈকত এক্সপ্রেস’ (৮২১/৮২৪) এবং ‘প্রবাল এক্সপ্রেস’ (৮২২/৮২৩)। ট্রেনগুলো সপ্তাহে ছয় দিন চলবে। তবে সোমবার বন্ধ থাকবে। ট্রেনগুলোর বেইজ স্টেশন হবে চট্টগ্রাম।

ট্রেনগুলোর সময়সূচি:
১. সৈকত এক্সপ্রেস (৮২১):

চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল ৬:১৫ মিনিটে।

কক্সবাজারে পৌঁছাবে রাত ৯:৫৫ মিনিটে।

  • থামবে- ষোল শহর, জানালিহাট, পটিয়া, দোহাজারি, সাতকানিয়া,চকরিয়া,ডুলহাজারা,রামু

২/ প্রবাল এক্সপ্রেস (৮২২):

কক্সবাজার থেকে ছাড়বে সকাল ১০:৩৫ মিনিটে।

চট্টগ্রামে পৌঁছাবে দুপুর ২:২৫ মিনিটে।

*যেসব স্টেশনে থামবে- ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারি, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ, রামু।

৩. প্রবাল এক্সপ্রেস (৮২৩):

চট্টগ্রাম থেকে ছাড়বে বিকাল ৩:১০ মিনিটে।

কক্সবাজারে পৌঁছাবে সন্ধ্যা ৭:০০টায়।

*যেসব স্টেশনে থামবে- ষোলশহর, গুমদন্ডী,পটিয়া,দোহাজারি, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ, রামু।

৪. সৈকত এক্সপ্রেস (৮২৪):

কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮:১৫ মিনিটে।

চট্টগ্রামে পৌঁছাবে রাত ১১:৫০ মিনিটে।

যেসব স্টেশনে থামবে- ষোল শহর, জানালিহাট, পটিয়া, দোহাজারি, সাতকানিয়া, চকরিয়া, ডুলহাজারা, রামু

ট্রেনের যাত্রী ধারণক্ষমতা:
প্রতিটি ট্রেনের মোট আসন সংখ্যা ৭৪৩। ট্রেনগুলোতে প্রথম সীট, প্রথম চেয়ার, শোভন চেয়ার এবং শোভন সীটের ব্যবস্থা থাকবে।

নতুন এই ট্রেন সেবা কক্সবাজার এবং এর সংলগ্ন এলাকার যাত্রী ও পর্যটকদের জন্য ভ্রমণকে আরও সহজ ও আরামদায়ক করবে বলে আশা করা হচ্ছে।


সম্পর্কিত খবর