৪০ থেকে ৭৩-এর মধ্যে নম্বর পেয়ে মেডিকেলে ভর্তির জন্য বিবেচিত হয়েছেন ১৯৩ জন। যারা মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা কোটায় আবেদন করেছিলেন। তারা মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তান নাকি নাতি-নাতনি তা নির্দিষ্ট করে জানা যায়নি। এ বিষয়টি নিশ্চিত হতে আগামী ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি তথ্য যাচাই-বাছাই করা হবে। সেই পর্যন্ত স্থগিত থাকবে এই ১৯৩ জনের ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২৪-২৫ সালের এমবিবিএস ভর্তি কার্যক্রমে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান বিধি অনুসারে শুধু মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে, তাদের নাতি- নাতনি বা অন্য কারও জন্য প্রযোজ্য হবে না।
এই কোটার অধীনে সংরক্ষিত ২৬৯টি আসনের মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৯৩ জন প্রার্থী পাওয়া গেছে। অবশিষ্ট ৭৬টি আসন ইতোমধ্যেই মেধা তালিকা থেকে পূরণ করা হয়েছে। এই কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯৩ জনের বাবা/মায়ের মুক্তিযোদ্ধা সনদপত্র, নিজের জন্মনিবন্ধন সনদসহ যাবতীয় প্রমাণাদি ও একাডেমিক সার্টিফিকেট নিয়ে আগামী ২৯ জানুয়ারির মধ্যে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের দোতালায় অবস্থিত মেডিকেল এডুকেশন শাখায় উপস্থিত হয়ে যাচাই-বাছাই করাতে হবে। যাচাই-বাছাই প্রক্রিয়ায় কোনো ভুল বা অসত্য তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর ভর্তি বাতিল হবে এবং মেধা তালিকা থেকে সেই শূন্য আসন পূর্ণ করা হবে।