মঙ্গলবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামু

রামুর পেচারদ্বীপে চলাচলের পথ বন্ধ করে আওয়ামী দোসর বশরের চাঁদা দাবী

কক্সবাজারের রামু উপজেলার পেচারদ্বীপে সাধারন মানুষের চলাচলের একমাত্র পথ বন্ধ করে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে আওয়ামীলীগ দোসর বিএনপি নেতা নামধারী খায়রুল বশরের বিরুদ্ধে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিন দুপুরে চলাচলের পথে গেইটে তালা লাগিয়ে দিয়েছে বশর। তারপর বাসিন্দাদের কাছ থেকে লাখ টাকা চাঁদা দাবী করছেন তিনি। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলার পরিকল্পনাও রয়েছে তার।

অভিযোগ আছে, রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের হিমছড়ি এলাকার ফরিদ আলমের ছেলে খায়রুল বশর রীতিমতো ভূমিদস্যু হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত। প্রাক্তন ইউপি সদস্য কামাল হোসেনের এক সময়ের ডান হাত হিসেবে পরিচিত বশর তার গ্যাং নিয়ে প্রত্যেক জায়গায় গিয়ে তার দখলে আছে বলে আধিপত্য বিস্তার করেন।

বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ফ্যাসিস্ট নেতাদের সহযোগিতায় পেঁচারদ্বীপ হিমছড়ি এলাকায় বিভিন্ন মানুষের জায়গা জমি নিজেদের দখলে নিয়ে দখলমুক্ত করার বাহানায় লাখ লাখ টাকা চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে এই খায়রুল বশরের বিরুদ্ধে। এই দখল বেদখল কাজে সহযোগিতা করতো ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি হুইপ কমলের আস্থাভাজন স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরু মেম্বার। ফ্যাসিস্ট সরকারের পতনের পর খায়রুল বশর বুল পাল্টিয়ে নিজেকে বিএনপি কর্মী পরিচয় দেন।

চলাচলের পথ বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে খায়রুল বশর বলেন, রাস্তা সরকারের ঠিক আছে। আপনারা সরকারের কাছে গিয়ে বলেন। তারপর হাটেন। এছাড়া আপনাদের এ পথ ব্যবহার করতে দেয়া হবে না। অন্যথায় এখানে ঘটনা ঘটবে।

ঘটনাস্থলে থাকা স্থানীয় ইউপি সোহেল বলেন, আদালতে সমাধান না হওয়া পর্যন্ত বশর সেই রাস্তা দিয়ে কাউকে হাটতে দিচ্ছে না। রাস্তার জমি তার পারিবারিক দাবি করছেন। তাই আইনিভাবে এটি শেষ করা জরুরী।


সম্পর্কিত খবর