শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার

মায়ানমারের জি-৩ অস্ত্র-গুলিসহ টেকনাফে যুবক আটক

কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে বিদেশী জি-৩ রাইফেল, ম্যাগাজিন ও গোলাবারুদসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে সাবরাং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও যুবককে আটক করা হয়।

বেলা ১১টারদিকে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন মিলনায়তনে অভিযানের বিষয়ে ব্রিফিংকালে জানান, টেকনাফের সাবরাং এলাকার মো. শহিদ দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অস্ত্র পাচার করে টেকনাফের ডাকাত দলকে সরবরাহ করে আসছিলো। এ খবরে ভোর রাত দেড়টা পর্যন্ত টেকনাফ বিসিজি স্টেশনের কোস্ট গার্ডের সদস্যরা মো. শহিদ এর বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন দেড়টার দিকে মো. শহিদ এর বাড়ির তল্লাশি চালিয়ে সাদা রঙের বস্তায় মোড়ানো অবস্থায় ১টি G-3 রাইফেল ও ম্যাগাজিন ৮ রাউন্ডস তাজা গোলা এবং ১ টি দেশীয় চাপাতি সহ মো. শহিদ (৩৭) কে কোস্টগার্ড আটক করতে সক্ষম হন।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।”


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds