সোমবার , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার

নাফ নদীর পাড়ে মাইন বিস্ফোরণ, যুবকের পা’ বিচ্ছিন্ন

টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়ার পূর্বে মায়ানমার নাফনদী জলসীমানা তোতার দ্বীপ সংলগ্ন লালচরে গোলপাতা আনতে গিয়ে মাইন বিস্ফোরণে ওমর ফারুক নামে এক বাংলাদেশি যুবকের আহত হয়েছেন।

আহত ওমর ফারুক(১৮) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে বলে জানা যায়।

১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টার সময় টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়ার পূর্বে মায়ানমার তোতার দ্বীপ সংলগ্ন লালচরে এঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দার মোহাম্মদ মানিক বলেন, ‘সকালে টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়া নাফনদী সীমান্তের পূর্বে মায়ানমার তোতার দ্বীপ সংলগ্ন পূর্বে লালচর জঙ্গলে ঘর ছাউনির গোলপাতা আনতে দিয়ে মাইন বিস্ফোরণে ওমর ফরুক নামে এক বাংলাদেশী যুবকের ডান পা বিচ্ছিন্œ হয়ে যায়। তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

বিষয়টি নিশ্চিতি করে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, ‘সকালে চকিদার এর কাছ থেকে শুনেছি স্থানীয় এক যুবক মায়ানমার তোতার দ্বীপ সংলগ্ন লালচরে দিয়ে মাইন বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজারের উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds