শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার

কক্সবাজার ও বান্দরবানে

দূর্গাপূজা উপলক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় র‍্যাব-১৫ এর নজরদারি বৃদ্ধি

আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে কক্সবাজার ও বান্দরবান জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ নজরদারী করছে ‌র‍্যাব-১৫। আগামী ০৯ অক্টোবর ২০২৪ তারিখে ৬ষ্ঠী পূর্জার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে এবং ১৩ অক্টোবর ২০২৪ তারিখে বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দূর্গাপূজার আনুষ্ঠানিক কার্যক্রম।

এ উপলক্ষ্যে র‍্যাব-১৫ এর দায়িত্বপূর্ণ এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন জায়গায় আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‍্যাব-১৫ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেছে। দূর্গাপূজা উপলক্ষ্যে কোনো সুযোগসন্ধানী, দুষ্কৃতকারী ও অশুভ চক্র কর্তৃক হিন্দু সম্প্রদায়ের ওপর কোনোরূপ হামলা, পূজামন্ডূপ ভাঙচুর বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে র‍্যাব-১৫ এর নজরদারী কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, ‘শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে র‌্যাবের সার্বক্ষণিক নজরদারীর ফলে কক্সবাজার ও বান্দরবানের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর কোন ঘটনা পরিলক্ষিত হয়নি। হিন্দু ধর্মাবলম্বীরদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের জন্য যেকোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে র‍্যাব-১৫ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। “


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds