শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার

১৬ বছর পর কক্সবাজারে জামায়াতের প্রকাশ্যে সেমিনার

প্রায় ১৬ বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়েত ইসলামীর সেমিনার।

মঙ্গলবার (১আগস্ট) বিকেলে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি হল রুমে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষ্যে সেমিনারটির আয়োজন করে শহর জামায়াত।

সেমিনারে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান ছাড়াও জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলান মহানবী (সা:) এর শিক্ষার আলোকে বৈষম্যহীন সমাজ গঠন নিয়ে কথা বলেন।

তিনি বলেন, আমরা জানি পবিত্র রবিউল আউয়াল মাসের ১২ তারিখ মহানবী (সা:) আবির্ভূত হয়েছেন৷ এই উপলক্ষে বাংলাদেশ জামায়েত ইসলামী বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা:) এর আগমনের এই মাসে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে বৈষম্য মুক্ত সমাজ গঠনে মহানবী (সা:) শিক্ষা ও নিতি নিয়ে সেমিনার আয়োজন হয়েছে।আপনারা জানেন আমাদের তরুণ ছাত্র সমাজ বুকের রক্ত দিয়ে একটি শুষুন হীন বৈষম্য মুক্ত সমাজ গঠনের জন্য স্বৈরাচারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারের পতনের পরে আমারা তাদের রক্তের বদলা নিতে চাই, শুষুন মুক্ত বৈষম্যহীন সমাজ গঠনের মাধ্যমে।

বৈষম্যহীন সমাজ গঠন শুধু বিশ্ব নবী (সা:) এর জীবন অনুসরণই সম্ভব তাই আজকে বৈষম্য বিরোধী সমাজ গঠনে বিশ্বনবীর শিক্ষা ও নিতি সম্পর্কিত একটি সেমিনার বাংলাদেশ জামায়েত ইসলামী কক্সবাজার শহর আমরা এই আয়োজন করেছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, নায়েবে আমীর মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলার সেক্রেটারী এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুকসহহ অন্যান্যরা৷”


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds