মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিনোদন

১০০ টাকায় হাসিনা চরিত্রে রাজি হয়েছিলেন, এখন অভিনয়ে ‘না’ অপুর

চলতি বছরের জানুয়ারি মাসে এক সিনেমায় ১০০ টাকায় চুক্তিবদ্ধ হয়ে বেশ আলোড়ন তৈরি করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে রাসেলের জীবনী নিয়ে করা চলচ্চিত্রটির নাম ছিল ‘শেখ রাসেলের আর্তনাদ’। 

চলচ্চিত্রটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। চরিত্রের নাম ‘হাসু’। তবে এখন এই নায়িকা জানালেন, ছবিতে আর নেই তিনি। অনেক আগেই ছবিটি থেকে সরে এসেছেন।

সেই সময় ছবির পরিচালক সালমান হায়দার বলেছিলেন, ‘এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামমাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।’

ছবিটি ছেড়ে দেওয়া প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘চুক্তি হওয়ার এক মাসের মাথায়; অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন।’

এই তারকার বক্তব্য, ‘চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, ছবির প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। সত্যি কথা, কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না। কাজ যা-ই হোক, কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না। ওই সময় তারা কাজের কথা বলে মিথ্যা বলেছিলেন, কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন।’

এদিকে, শুটিংয়ের বিষয়ে ছবির পরিচালক সালমান হায়দারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে।”


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds