গেলো ৩ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে কক্সবাজার সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা সংক্রান্তে দায়েরকৃত মামলায় কক্সবাজার পৌর শাখার আওয়ামী মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক এম শাহাবুদ্দিন জনি’কে কক্সবাজার সদর থানাধীন ঝাউতলা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২অক্টোবর) আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজারের সদর থানাধীন ঝাউতলা এলাকা থেকে একাধিক মামলার আসামী কক্সবাজার পৌর শাখার আওয়ামী মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক এম শাহাবুদ্দিন জনি (৪০) কে গ্রেফতার করে ।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী।
এম শাহাবুদ্দিন জনি সাং-ঘোনারপাড়া, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভার মরহুম মাস্টার ইসমাইলের ছেলে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, জনি গত ৩ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে কক্সবাজার সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালানোর কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে র্যাব-১৫।”