বুধবার , ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয়

শিগগিরই বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইন

সাইবার নিরাপত্তা আইন শিগগিরই বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, সাইবার নিরাপত্তা আইন শিগগিরই বাতিল করা হবে। পর্যায়ক্রমে দেশের সব কালাকানুন বাতিল হবে। ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টে (ডিএসএ) হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে আইন মন্ত্রণালয় গত ৩০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সাইবার আইনে দায়ের হওয়া ‘স্পিচ অফেন্স’ (মুক্তমত প্রকাশ) সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন।”


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds