রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয়

কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে রাজনৈতিক দলগুলো

আজ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ অক্টোবর) বেলা আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপিকে দিয়ে এই সংলাপ শুরু হবে।

জানা গেছে, ছয় সংস্কার কমিশন ও দেশের সার্বিক পরিস্থিতি সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সংলাপে অন্যন্য উপদেষ্টারাও উপস্থিত থাকবেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি হবে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফা সংলাপ। আজ প্রথম দিনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ তিনটি রাজনৈতিক দল এবং আরও তিনটি পৃথক জোটের শরিক দলগুলের সাথে আলোচনার কথা রয়েছে।

বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা এ আলোচনায় অংশ নেবেন। মূলত গঠিত সংস্কার কমিশনগুলোকে রাজনৈতিক দলগুলো কীভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়ে আলোচনা ও মতামত নেয়া হবে।


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds