কক্সবাজার জেলার চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৯ জন।
সোমবার (৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে জড়ঝড়ি ব্রিজ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মারিয়া চকরিয়া বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহছনিয়াকাটা গ্রামের নুরুল আমিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাী বাস চকরিয়া যাওয়ার পথে ফাঁসিয়াখালী এলাকায় একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় ঘটনাস্থলে সিএনজি অটোরিকশায় যাত্রী প্রাণ হারান ৬ মাসের এক শিশু। এসময় মায়ের কোলেই প্রাণ হারান মারিয়া। তার মাসহ আহত হন ৯ জনকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলেও অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, ‘কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ফাঁসিয়াখালী এলাকায় একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশার যাত্রী একটি শিশু। গুরুতর আহত হয় অটোরিকশার চালকসহ ৫ যাত্রী ও বাসের ৪ যাত্রী। “
মি. মোহাম্মদ শাহিন মিয়া আরও বলেন, ‘দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নাই। শিশুর মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”