শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার

ছাত্র আন্দোলন দমাতে নেতৃত্ব দেয়া যুবলীগের ‘জসিম’ অধরা

এখনো ধরাছোঁয়ার বাইরে বিগত আওয়ামী সরকার আমলে নানান অপকর্মের মূলহোতা কক্সবাজার শহর যুবলীগ নেতা জসিম উদ্দিন।

তার বিরুদ্ধে কক্সবাজার প্রাণ খ্যাত বাঁকখালী নদীর প্যারাবন কেটে জমি দখল,জমি বিক্রি নামে মানুষের কাছ থেকে টাকা জমি না দিয়ে উল্টো হুমকি দেওয়ার মতো অভিযোগ রয়েছে।

এরকম একজন ভুক্তভোগী রহিমা আক্তার, তিনি অভিযোগ করেন তার স্বামী ইলিয়াসুর রহমান ফল ও সবজি বিক্রি করে তীলে তীলে জমানো ৪ লক্ষ টাকা জমি ক্রয়ের জন্য তুলে দেন কক্সবাজার শহরের বদরমোকাম এলাকার বাসিন্দা শহর যুবলীগ নেতা জসিম উদ্দিনকে।

ভুক্তভোগী ও নারী বলেন টাকা নিয়ে জমি বুঝিয়ে না দিয়ে নানান টালবাহানা শুরু করে জসিম উদ্দিন,একপর্যায়ে সেই ৪ লক্ষ টাকা ফেলর চাইলে ভুক্তভোগীকে হুমকি দেন।

সারাজীবন তিলতিল করে জমানো টাকা ফেরত পেতে সংশ্লিষ্ট প্রশাসনের সাহায্য কামনা করেন ভুক্তভোগী।

এছাড়া ২০১৯ সালে এক পুলিশ সদস্যের উপর হামলা করে পালিয়ে যাওয়ার সময় আটক হন জসিম উদ্দিন।

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আন্দোলন দমাতে সক্রিয় ছিলো শহর যুবলীগ নেতা জসিম, সেসময় কক্সবাজারের আন্দোলনকে দমাতে বের করা বিক্ষোভ মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।

নানান অপকর্মের সাথে জড়িত ও ছাত্র-জনতার আন্দোলন দমাতে সক্রিয় আওয়ামী লীগ নেতারা গ্রেফতার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে কক্সবাজার শহর যুবলীগের এই নেতা।

অভিযোগের বিষয়ে জানতে জসিম উদ্দিন সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা পাঠালেও জবাব দেননি তিনি। ”


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds