
দৈনিক রূপসীগ্রাম পত্রিকায় গত ১১ ফেব্রুয়ারী প্রকাশিত ‘চকরিয়ায় প্রেসক্লাবের কমিটি নিয়ে ফেসবুকে বিতর্ক
বিস্মিত ও ক্ষুব্ধ সাংবাদিক মহল শীর্ষক সংবাদে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে জড়িয়ে চাপানো বক্তব্যটি সঠিক নয়, জনাব সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে পত্রিকায় চাপানোর মত এমন কোন বক্তব্য দেননি বলে জানিয়েছেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ এম ওমর আলী। তিনি সংবাদটির আংশিক প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, চকরিয়ায় প্রেসক্লাবের কমিটি নিয়ে প্রকাশিত সংবাদে উদ্ধৃতি দিয়ে যে সংবাদ প্রকাশ পেয়েছে তা কাল্পনিক। সাংবাদিক ওমর আলী বলেন- সম্ভবত প্রতিবেদক এটি সাংবাদিকদের কল্যাণে লিখতে গিয়ে ভুলে রূপান্তর হয়েছে। প্রকাশিত সংবাদে মূলত আমার বক্তব্য নেননি প্রতিবেদক। অতএব প্রকাশিত সংবাদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমদের বক্তব্যটি সঠিক নয় ও মনগড়া। ভবিষ্যতে এমন সংবাদ সতর্কতার সাথে চাপানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধন করেন সাংবাদিক ওমর আলী।