শুক্রবার , ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়া

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাশে দাঁড়িয়েছেন চকরিয়ার ওসি মনজুর

একজন প্রসূতি মায়ের জরুরী রক্তের প্রয়োজনে নিজের শরীর থেকে রক্ত দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজার জেলার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনুজর কাদের ভূইয়া।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে পৌরশহরে বেসরকারি একটি হাসপাতালে ওই প্রসূতি মাকে রক্ত দান করেন ওসি।

পরে ওসির এমন মানবিকতার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের অনেকেই ওসিকে সাধুবাদ জানিয়েছেন।

জানা যায়, চকরিয়া পৌরশহরে বেসরকারি একটি হাসপাতালে প্রসুতি মাকে বাঁচাতে এদিক-সেদিক ছোটাছুটি করছিলেন স্বজনরা। রক্তের (বি পজিটিভ) অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন সদ্য জন্ম দেওয়া এক শিশুর মা। তখনই রক্তদানে এগিয়ে আসেন মানবিক পুলিশ চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুর কাদের ভূইয়া। ওই মাকে রক্ত দানে শারীরিক সুস্থতা ফিরে পান ওই মা।

ওসি মনজুর কাদের ভূইয়া বলেন, জীবনের মূল উদ্দেশ্য হল নিজের সব কিছু দিয়ে মনুষ্যত্বের সেবা করা আমার লক্ষ্য উদ্দেশ্য। একজন মানুষ হিসেবে শিশুটির কথা ভেবে ওই প্রসূতি মাকে রক্ত দেই। আল্লাহ এখন মা এবং মেয়েকে সুস্থ রেখেছেন। আমি এতেই খুশি।


সম্পর্কিত খবর