
কক্সবাজার জেলার চকরিয়ায় ডেভিল হান্ট অভিযানে নামে একটি প্রতারক চক্র তালিকায় নাম আছে বলে নিরীহ লোকজনদেরকে মামলার ভয়ভীতি দেখিয়ে
টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া।
বৃহস্পতিবার রাতে ওসি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানান তিনি।
আতঙ্কিত না হয়ে থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন ওসি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রিয় চকরিয়াবাসী আসসালামু আলাইকুম। চলমান ডেভিল হান্ট অভিযানে কিছু অসাধু লোক ডেভিলের তালিকায় নাম আছে বলে নিরীহ মানুষজনকে ভয়ভীতি দেখাচ্ছে এবং তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে অনৈতিক সুবিধা দাবি করছে। প্রকৃতপক্ষে চকরিয়া থানা এরকম কোন তালিকা প্রস্তুত করেনি এবং করার কোন পরিকল্পনা ও নেই। যারা অতীতে এবং বর্তমানে প্রচলিত আইন বিরোধী কার্যক্রমে জড়িত ছিলেন বা আছেন শুধু সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। আমি শান্তিপ্রিয় চকরিয়াবাসীকে আশ্বস্ত করছিযে, যারা ডেভিল নন তাদের ভয়ের কোন কারন নেই। আপনাদের নিরাপত্তা প্রদানই আমার প্রথম অগ্রাধিকার।
আমি অনুরোধ করছি, রাষ্ট্রের নিষিদ্ধ সংগঠন, তাদের পৃষ্ঠপোষক, অর্থদাতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারী সর্বোপরি প্রচলিত আইনবিরোধী কাজে যারা জড়িত আছে তাদের বিষয়ে গোপনে তথ্য দিয়ে চকরিয়া থানাকে সহায়তা করুন। কোন অপপ্রচারে বিভ্রান্ত হবেননা। চকরিয়া থানা পুলিশ ২৪ ঘন্টা আপনার নিরাপত্তায় নিয়োজিত আছে। আমাদের সীমাবদ্ধতা সত্ত্বেও আপনাদের জন্য সাধ্যমতো কাজ করে যাবো ইনশাআল্লাহ।
প্রতারকদের বিষয়ে তথ্য দিতে ওসি ওই প্রেস বিজ্ঞপ্তিতে মোবাইল নাম্বার দেওয়া হয়-
ওসি ০১৩২০১০৮৫৭৫
ডিউটি অফিসার: ০১৩২০ ১০৮৫৮০
ইন্সপেক্টর( তদন্ত) ০১৩২০ ১০৮৫৭৬
সেকেন্ড অফিসার : ০১৮১৮ ১৮৫১০৪
কোন কারনে ওসির নাম্বারে যোগাযোগ করতে না পারলে প্রথমে ডিউটি অফিসার বা পর্যায়ক্রমে অন্যদের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।