
কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানিনা মানবো না
এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারেও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী
সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট
কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের কক্সবাজার জেলা সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শহীদুল হাসান, আকাশসহ অনেকে বক্তব্য রাখেন।