শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার

কক্সবাজারগামী স্পেশাল ট্রেনে কাটাপড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ হবে বলে পুলিশ জানিয়েছেন।”

শুক্রবার (১১ অক্টোবর) সকালে ঢাকা-কক্সবাজার রেলপথের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাজারের অদূরে রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল-৯ ট্রেনের নিচে সকাল ১০টায় এক যুবক ট্রেনে কাটা পড়েন। যুবকের শরীর থেকে মাথা, দু’হাত, দুই পা আলাদা হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন অংশ খণ্ড-বিখণ্ড হয়ে রেললাইনের দু’পাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। 

স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি রেললাইনের পাশে চলমান কাজের শ্রমিক। ঘটনাস্থলের পাশে একটি ঢালাইয়ের কাজ চলছে। সম্ভবত ঢালাইয়ের ফাঁকে লোকটি রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইল দেখছিল। এসময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়েন।

ঘটনার কয়েক ঘণ্টা পর খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ট্রেনে কাটা পড়া যুবকের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) পাঠিয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রতন কুমার দাশ বলেন, কেরানিহাট কাঁচা বাজারের অদূরে রেললাইনে কক্সবাজারগামী স্পেশাল-৯ নামের একটি ট্রেনে যুবক কাটা পড়ার খবর শুনেছি।

চট্টগ্রাম রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আবু জাফর খান বলেন, শুক্রবার সকালে রেললাইনে কাটা পড়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। “


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds