বুধবার , ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার

মালয়েশিয়া বলে ইনানী সৈকতে ২৬ রোহিঙ্গাকে নামিয়ে দেয় ‘দালালচক্র’

মালয়েশিয়ার যাওয়ার পথে ২৬ রোহিঙ্গা ইনানী সৈকতে রেখে পালিয়েছে দালালচক্র।

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ইনানী সমুদ্রসৈকত থেকে শতাধিক রোহিঙ্গাকে বহন করা ট্রলার আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী থেকে ২৬ রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় ইনানী সৈকতে ট্রলার ভিড়িয়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের আশ্রিত নারী-পুরুষদের রেখে পালিয়ে যায় দালালচক্র।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, ভোর ৪ টার দিক প্রায় শতাধিক রোহিঙ্গাকে তারা সৈকতের বালিয়াড়ি পেরিয়ে হঠাৎ লোকালয়ে আসতে দেখে পাশে কোস্টগার্ডের স্টেশনে খবর দেওয়া হলেও দেখা যায়নি তাদের তাৎক্ষণিক তৎপরতা, এই সুযোগে কমপক্ষে ৭০ জন রোহিঙ্গা অনত্র চলে যায় বলে জানা গেছে।

পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় কূলে অবস্থানরত ২৬ জনকে আটক করে, যারা বর্তমানে হেফাজতে রয়েছে কোস্টগার্ড স্টেশনে। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন, এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খুরশিদা বেগম জানায়,তারা মালেয়শিয়া যাবার উদ্দেশ্যে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলেন মায়ানমারের নৌবাহিনী জল সীমা অতিক্রমের সময় বাধা দেয়া হলে মাঝি বোট ঘুরিয়ে চলে আসে এবং তারা সাগরের ১০ দিন ছিলেন। “


সম্পর্কিত খবর