শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার

উখিয়ার পাগলির বিলে

উন্মুক্ত কারাগারের জায়গা পরিদর্শনে নবনিযুক্ত ‘আইজি প্রিজন্স’

কক্সবাজারের উখিয়ায় দেশের প্রথম উন্মুক্ত কারাগারের জায়গা ও জেলা কারাগার পরিদর্শন করেন নবনিযুক্ত আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন ।

গত সোম ও মঙ্গলবার (১৪ ও ১৫ অক্টোবর) উখিয়ায় অধিগ্রহনকৃত দেশের একমাত্র উন্মুক্ত কারাগারের জায়গা ও কক্সবাজার জেলা কারাগার পরিদর্শন করেন নবনিযুক্ত আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন ( এনডিসি, পিএসসি।

তিনি বলেন, উখিয়ার পাগলীর বিল মৌজায় উন্মুক্ত কারাগারের জন্য বন্দোবস্তকৃত ১৬০ একর জায়গা ঘুরে দেখেন এবং উক্ত জায়গার সীমানা নির্মানের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি উক্ত জমিতে অবৈধভাবে বসবাসরত ব্যক্তিদের এবং আশেপাশের নিজস্ব জমিতে বসবাসকৃত বাসিন্দাদের সাথেও কথা বলেন।

তিনি আরও বলেন, পাগলীরবিল এলাকায় উন্মুক্ত কারাগার নির্মাণ হলে উক্ত এলাকায় উন্নয়ন হবে এবং উন্মুক্ত কারাগারে যে সকল বন্দীরা অবস্থান করবে তাদেরকে প্রশিক্ষনের পাশাপাশি তাদের দ্বারা সেখানে অর্গানিক ফলমূল চাষ, সবজি চাষ, বৃক্ষ রোপন/পরিচর্চা, মাছ চাষ পোল্টি ফার্ম, ডেইরী ফার্মসহ বৃত্তিমূলক প্রশিক্ষনের মাধ্যেমে তাদেরকে সমাজে পূর্নবাসন ও উক্ত এলাকার উন্নয়নে কাজে লাগানো সম্ভব হবে। স্থানীয় বাসিন্দারা উক্ত স্থানে উন্মুক্ত কারাগার নির্মানের সংবাদ শুনে অত্যান্ত খুশি হন এবং তারা উন্মুক্ত কারাগারটি দ্রুত নির্মানের জন্য অনুরোধ জানান। তিনি কক্সবাজার জেলা কারাগারও পরিদর্শন করেন এবং বন্দীদের ও কারা কর্মকর্তা/কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। তিনি কারাগার পরিদর্শনকালে বন্দীদের মধ্যে মাসব্যাপী আয়োজিত ফুটবল লীগ প্রতিযোগীয় পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে অংশ নেন এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরুষ্কার প্রদান করেন। তিনি কারাভ্যন্তরে একটি ফলজ গাছ রোপন করেন। পরিশেষে তিনি বন্দী ও কারা কর্মকর্তা ও কর্মচারীদের দরবারে বিভিন্ন নির্দেশনার পাশাপাশি স্থানীয় কারা ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং কক্সবাজার জেলা কারাগারকে মডেল কারাগারে রুপান্তরে সকলকে নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি প্রিজন্স টিপু সুলতান কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোঃ শাহ আলম খানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds