ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, সরকার অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে। সেই সাথে নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর মধ্য দিয়ে একটি সুষ্ঠু অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেয়া হবে।
শুক্রবার বিকেলে কক্সবাজারের সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে ব্রিফিং কালে ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনের সংস্কৃতি আমাদের দেশে বিলুপ্ত হয়ে গেছে। ভোটের প্রতি মানুষের আকর্ষণও ছিলো না। ভোটের সিস্টেমটা ধংস হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা সংস্কার করতে চাই৷
জনগণের ভোটে নির্বাচিত হয়ে যেদল আসবে, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেয়ার কথা বলেন ধর্ম উপদেষ্টা।
সারা বাংলাদেশে মডেল মসজিদে দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতির সত্যতা পাওয়া গেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল হামিদ জমাদ্দার, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। “
এর আগে সকালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরে বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। “