শনিবার , ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার

কক্সবাজারে তরুণীকে ধর্ষণ মামলায় যুবক কারাগারে

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের এক তরুণীকে কক্সবাজারে এনে হোটেল কক্ষে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এই মামলায় ধর্ষণে অভিযুক্ত ইসলামাবাদের ২নং ওয়ার্ডের পাঁহাশিয়া এলাকার মোহাম্মদ রায়হান (২৫) নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। সে ওই এলাকার মোঃ জহিরের পুত্র।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইসলামাবাদের ওই তরুনীর সাথে গ্রেফতার যুবকের নয় বছরের প্রেমের সম্পর্ক ছিলো। এর মধ্যে গত বৃহস্পতিবার, (১৬ অক্টোবর) বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে কক্সবাজার শহরে নিয়ে আসে রায়হান। বিয়ের কথা বলে তাকে একটি হোটেলে নিয়ে ইচছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ। খবর পেয়ে তরুণীর স্বজনেরা হোটেলে গিয়ে যুবক রায়হানকে আটক করে। পরে পুলিশের হাতে সোপর্দ করে।

ওসি আরও জানান, এই ঘটনায় তরুণীর মা বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি ধর্ষণ মামরা রুজু করেছেন। মামলাটি নথিভুক্ত করে আটক যুবক রায়হানকে কারাগারে পাঠানো হয়েছে। “


সম্পর্কিত খবর