শনিবার , ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার

চলবে ২৭ অক্টোবর পর্যন্ত

৬ শতাধিক যাত্রী নিয়ে কক্সবাজারে ‘বিশেষ ট্রেন’

কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে পৌছেছে বিশেষ ট্রেন

ঢাকা থেকে পর্যটকসহ ৬ শতাধিক যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছেছে ‘বিশেষ ট্রেন’। যাত্রী চাহিদার বৃদ্ধি পাওয়ায় ঢাকা থেকে কক্সবাজার রুটে ‘বিশেষ ট্রেন’ সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। যেটি চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৮টায় বিশেষ ট্রেনটি ৬৩৪ জন যাত্রী নিয়ে কক্সবাজারের নান্দনিক ‘আইকনিক রেল স্টেশনে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী। “

তিনি জানান, ‘যাত্রী চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে ঢাকা-কক্সবাজার রুটে ‘বিশেষ ট্রেন’ চলাচলের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনটি ঢাকা থেকে রাত ১১ টায় ছেড়ে সকাল ৮টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছেছে।

স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী আরও জানান, ‘২৪ অক্টোবর দুপুর ১ টা ৪০ মিনিটে ‘বিশেষ ট্রেন-২’ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এটি ঢাকায় পৌঁছাবে রাত ১০ টায়।

একদিন বিরতির পর ২৬ অক্টোবর ‘বিশেষ ট্রেন-১’ রাত ১১ টায় ছেড়ে আসবে যেটি কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৭ টায়। পরদিন ২৭ অক্টোবর দুপুর ১ টা ৪০ মিনিটে বিশেষ ট্রেন-২ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে রাত ১০ টায়। “


সম্পর্কিত খবর