নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এর ইউনিয়ন সভাপতি আবুল কাশেম জয় ও তার ভাই যুবলীগ সদস্যের হামলায় গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক শিবির নেতা আব্দুল আলিম।ঘটনাটি সংঘটিত হয়েছে সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে।
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি সময়ে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগ নামক সংগঠনের সকল কার্যক্রম। এতে দেশের সকল আপামর ছাত্রজনতা সংহতি প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলো। সাবেক ইসলামী ছাত্র শিবির এর নেতা ভারুয়াখলাীর বাসিন্দা আব্দুল আলিম তারই নিজ ফেইসবুক আইডিতে কয়েকটি মতামত শেয়ার করেন। এতে ক্ষিপ্ত হন একই ইউনিয়ন এর বাসিন্দা ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এর ইউনিয়ন সভাপতি আবুল কাশেম জয়।
ঘঠনার দিন ২৬ অক্টোবর ভোরে স্থানীয় পানির ছড়াস্থ আব্দুল আলিমের নিজ মালিকানাধীন প্রতিষ্ঠান আলিম এন্টারপ্রাইজ হতে বিকাশ ও নগদে পাঠানো গ্রাহকের টাকা নিয়ে ভারুয়াখালীর চুচোলামুড়া এলাকায় পৌছালে পূর্ব থেকে উৎপেতে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এর ইউনিয়ন সভাপতি আবুল কাশেম জয় ও তার ভাইয়েরা মিলে অপহরন করে নিয়ে যায় একটা পাহাড়ী এলাকায়। এরপর আব্দুল আলিমের কাছে থাকা ৩ লক্ষ ৪০ হাজার টাকা, মোবাইল, মোটরসাইকেলের চাবি ও অন্যান্য ডকুমেন্টস কেড়ে নিয়ে “বেশি জামায়াত হয়েছিস নাকি” বলে বেদড়ক মারতে শুরু করে। লোকজন জড়ো হতে থাকলে স্থানীয় এক ইউপি সদস্য কাজল মেম্বার এর বাড়ির ভেতর নিয়ে গিয়ে আবারো মারধর করা হয়। পরে স্থানীয় মানুষজন ও আত্মীয় স্বজনেরা এগিয়ে এলে মারধর হতে রক্ষা পায়। কাজল মেম্বার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এর ইউনিয়ন সভাপতি আবুল কাশেম জয় ও তার ভাইদের তোপের মুখে সকলে মিলে একটি খালি স্ট্যাম্পে দস্তখত দিতে হয় যেন এই বিষয়ে কোন আইনি পদক্ষেপ না নেওয়া হয়, স্থানীয় ভাবে ও কোন বিচার শালিসের আয়োজন না করা হয়। নিরুপায় হয়ে খালি স্ট্যাম্পে দস্তখত দিয়ে শিবির নেতা আব্দুল আলিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসেন রক্তাক্ত জখম নিয়ে।
এ বিষয়ে স্থানীয় কাজল মেম্বার এর সাথে প্রতিবেদক মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাস্থল সেটা আমার বাড়ি নয়,ওটা আমার বড় ভাই নুরুল আমিন এর বাসা এবং তিনি প্রবাসী। মারামারির সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। তিনি আরো জানান যতটুকু শুনেছি ছাত্রলীগ নিয়ে আব্দুল আলিমের দেওয়া পোস্টকে কেন্দ্র করেই মূলত এ ঘঠনার সূত্রপাত। আমি এই ঘঠনার সুস্থ তদন্ত সাপেক্ষে সঠিক আইনি প্রতিকার কামনা করছি।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এর ইউনিয়ন সভাপতি আবুল কাশেম জয় এর ব্যাক্তিগত মুঠোফোন ০১৮২২৭৪৯৯৫২ নাম্বারে একাধিকবার কল দিয়ে ও যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মুঠোফোনটি বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমানে আব্দুল আলিম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। “