শুক্রবার , ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার

৪৬ মরদেহ পোড়ানোর ঘটনায় আশুলিয়া থানার ওসি কক্সবাজারে গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় ৪৬টি মরদেহ পোড়ানোর ঘটনায় আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

এখন তাকে শাহবাগ থানায় রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হবে।

ছাত্র-জনতার গণঅভ্যত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। সেদিন বিকেলে আশুলিয়ায় ভ্যানগাড়িতে লাশ তোলা এবং গাড়িতে লাশ পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।


সম্পর্কিত খবর