বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ফিউচার ক্যাডেট মেধাবৃত্তি পরীক্ষা

ব্যাপক উৎসাহ আর বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ফিউচার ক্যাডেট মেধাবৃত্তি পরীক্ষা। মেধার যুদ্ধে অবতীর্ণ হয়েছে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী। এতে উত্তীর্ণ ১০০ জনকে আগামী ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে নগদ অর্থ ও সম্মাননা পুরষ্কার। এর মধ্যে ১০জন পাবে ল্যাপটপ।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে উৎসাহ নিয়ে কক্সবাজার মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে জড়ো হতে থাকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সরব উপস্থিতি ছিল নজরকাঁড়া। বুকভরা প্রত্যাশা নিয়ে সন্তানদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছেন তারা।

ফিউচার ক্যাডেট বৃত্তির আয়োজন দেখতে ছুটে আসেন শহর ও জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকরাও।

ফিউচার ক্যাডেট বৃত্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের ৪টি বিষয়ের ওপর ছিল ১০০ নম্বরের পরীক্ষা।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফিউচার ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: মিজানুর রহমান। তিনি বলেন, ফিউচার ক্যাডেট বৃত্তি সবার আকর্ষণীয় বৃত্তি পরীক্ষা। যেটি আলোকিত প্রজন্ম তৈরীর একটি অনন্য দৃষ্টান্ত।

বৃত্তি পরীক্ষা ঘিরে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বসানো হয় মেডিকেল টিম। শৃঙ্খলার দায়িত্বে ছিলেন একটি ভলেন্টিয়ার টিম। এছাড়া ছিল ভর্তি ও তথ্য কেন্দ্র।

মনোরম ও সুশৃংখল পরিবেশে পরীক্ষা দিয়ে উচ্ছ্বসিত পরীক্ষারা।

“ফিউচার ক্যাডেট মেধাবৃত্তি” দেশপ্রেমিক ও আলোকিত প্রজন্ম গড়তে মাইলফলক ভূমিকা রাখবে, এমনটি প্রত্যাশা সবার।


সম্পর্কিত খবর

Flight Centre

Demo Description

This will close in 20 seconds