
টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে ১ টি ওয়ান শুটার গান ও ১০ রাউন্ড রাইফেলের গুলিসহ এক যুবককে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
আটককৃত যুবক টেকনাফের হ্নীলা ৪ নম্বর ওয়ার্ড পূর্ব পানখালি নুরুল ইসলামের ছেলে মো. আতাহারুল হক।
বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন , বুধবার (১৮ ডিসেম্বর) রাত দেড়টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদ দরগাহ বটতলার পাকা রাস্তার ওপর টমটম (ইজিবাইক) নিয়ে যাওয়ার সময় এক যুবককে সন্দেহ হলে তাকে তল্লাশি করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান ও রাইফেলের ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওসি জানান, অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে আটক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।