
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এক নারীকে অস্ত্র মুখে জিম্মি করে এলোতাপাড়ি ছুরিকাঘাত করে ডাকাতদল।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে টেকনাফের মৌচনি ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে।আহত নারী ফাতেমা খাতুন (৩৩)। তিনি ওই আশ্রয়শিবিরের সি- ব্লকের জাহেদ হোসেনের স্ত্রী।
ঘটনার প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা নারী রাজিয়া খাতুন বলেন, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে টেকনাফ মৌছনি ক্যাম্পের সি ব্লকে হঠাৎ অস্ত্রধারী সন্ত্রাসীরা তার বসতঘরে ঘরে এসে তুলে নিয়ে যায়।পরে তাদের ই- ব্লকের আস্তানা এক ঘণ্টা অমানুষিক নির্যাতন করে ছেড়ে দেয়। তাকে রক্তাক্ত অবস্থায় দেখেত পান লোকজন। পরে আহত অবস্থায় ফাতেমা খাতুনকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে দেন।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নোশাদ আলম কানন বলেন, আহত রোহিঙ্গা নারীর চোখের নিকটে ছুরির আঘাত লাগছে । শরীরের বিভিন্ন জায়গায় ও ছুরিকাঘাতের জখম আছে। অবস্থা অবনতি দেখে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত রোহিঙ্গা নারীর মা আয়েশা খাতুন জানান, আমার ছেলের সঙ্গে তাদের পূর্ব শত্রুতা ছিল।এর জেদ ধরে আমার মেয়েকে তাদের আস্তানায় নিয়ে নির্যাতন করে। আমার মেয়ের শরীরের প্রতিটি জায়গায় ছুরিকাঘাত রয়েছে। আমার মেয়েকে যারা ছুরিকাঘাত করেন তারা হলেন,মোঃ শাহা,মোঃ আলম , আব্দু রাজ্জাক, মুহিব উল্লাহ ও মোহাম্মদ কবির তারা মৌচনি রোহিঙ্গা ক্যাম্পের ই – ব্লকের বাসিন্দা।আমরা বিষয়টি ক্যাম্পে দায়িত্বরত পুলিশকে মৌখিক ভাবে জানাই।