মহেশখালীর এক কোণে ছোট্ট এক কিশোর, নাম নূর মোহাম্মদ নুরফাত। বয়স মাত্র তেরো, কিন্তু স্বপ্নের আকাশ তার বিশাল। গ্রামের কাদামাটি মাঠ থেকে শুরু করে তার ভাবনায় দেশের গৌরবময় ফুটবল ইতিহাস। নিজের পায়ের জাদু দিয়ে সে চায় একদিন বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকা উঁচু করতে।
উত্তর নরবিলার নুরফাতের শৈশব কেটেছে ফুটবলের প্রতি গভীর ভালোবাসা নিয়ে। স্থানীয় মাঠে প্রতিদিনের অনুশীলনে তার প্রতিভার ঝলক স্পষ্ট। এমনকি বিকেএসপির কঠিন বাছাইপর্বেও ৪১৩৪ জনের মধ্যে শীর্ষ ছয়ের তালিকায় উঠে এসেছে তার নাম।
কিন্তু প্রতিভার পেছনে যে শক্তি ও সহযোগিতা প্রয়োজন, তা তার জন্য অধরাই। নুরফাতের বাবা একজন পানচাষি। দৈনন্দিন চাহিদা মেটাতেই যেখানে কঠিন লড়াই, সেখানে ফুটবলের জন্য প্রয়োজনীয় খরচ বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব। সম্ভাবনাময় এই কিশোরের স্বপ্ন যেন থমকে আছে অর্থের অভাবে।
নুরফাতের লক্ষ্য একটাই—দেশের জন্য খেলতে চায় সে। তার স্বপ্ন দেশের নতুন প্রজন্মকে প্রেরণা জোগাবে, বাংলাদেশকে গর্বিত করবে। তবে এই পথচলা শুধু তার একার নয়, দরকার সমাজের সকলে এগিয়ে আসা।
তার পায়ের ছোঁয়ায় একদিন হয়তো বদলে যাবে বাংলাদেশের ফুটবল ইতিহাস। একটুখানি সাহায্য হয়তো তৈরি করবে নতুন এক তারকা, যার আলো ছড়িয়ে পড়বে দেশ ছাড়িয়ে বিশ্বমঞ্চে।