শুক্রবার , ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার

সৈকতে গুলিতে নিহত কাউন্সিলর টিপুর সাথে কে এই নারী?

খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে র‍্যাব-১৫। আটক শেখ হাসান ইফতেখার ওরফে চালু খুলনার ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ইফতেখারকে কক্সবাজার শহরের কলাতলী সড়কের হোটেল গোল্ডেন হিল থেকে রাত ১২টার পর আটক করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে র‍্যাব-১৫ এর অধিনায়ক বলেন, ইফতেখারসহ নিহত গোলাম রব্বানী টিপু আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কক্সবাজারে আসেন।

হোটেল গোল্ডেন হিলের ‘অতিথি লিপিবদ্ধ বই’ এ দেখা গেছে আটক ইফতেখার, নিহত গোলাম রব্বানী টিপুর সাথে রুমি (২৭) নামের এক নারীও সকাল ৭টায় হোটেলে উঠেন।

রুমি নামে ওই নারী পলাতক বলে জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন।

এদিকে আমাদের হাতে আসা হোটেলটির অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান।

এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু।

হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার মোহাম্মদ শফিক বলেন, বৃহস্পতিবার সকালে গোলাম রব্বানী টিপুসহ তিনজন মিলে হোটেল আসেন। পরে তিনি হোটেলটির দুই কক্ষ বিশিষ্ট ৭০০৩ নম্বর ফ্ল্যাটে উঠেন। ফ্ল্যাটটির একটি কক্ষে গোলাম রব্বানী এবং অপর কক্ষে দুইজন অবস্থান করছিলেন।

সন্ধ্যার পর গোলাম রব্বানী টিপু হোটেল থেকে বের হয়ে আর ফিরেননি বলে জানান তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালক আব্দুস সালাম বাবু বলেন, ঘটনার সময় তিনি গাড়ী নিয়ে হোটেল সীগালের সামনে তক্তা ব্রিজের পাশে অবস্থান করছিলেন। এসময় গুলির শব্দ শুনে তিনি ঘটনাস্থলে এক ব্যক্তিকে পড়ে যেতে দেখেন। এসময় ২/৩ জন লোককে অন্ধকারে ঝাউবনের ভিতর দিয়ে পালিয়ে যেতে দেখেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক ও গণমাধ্যম ) মো. জসিম উদ্দিন বলেন, রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে দিয়ে রাস্তা দিয়ে গোলাম রব্বানী টিপু হাটছিল। এসময় দূর্বৃত্তরা তাকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সম্পর্কিত খবর