বুধবার , ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার

সৈকতে অনুমোদনহীন হকার দোকান উচ্ছেদ

কক্সবাজার সমুদ্র সৈকতের কয়কেটি পয়েন্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় ১৫ টি অনুমোদনহীন হকার দোকান উচ্ছেদসহ প্রায় দুইশত হকার উচ্ছেদ করা হয়।

বুধবার (১৫ জানুয়ারী) বিকেল থেকে রাত আটটা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) ইমরান হোসেন সজীব।

তিনি বলেন, সুগন্ধা ঝাউবাগান, সুগন্ধা প্রবেশ পথ, পানির ট্যাংক সংলগ্ন প্লট ও সুগন্ধা বীচে ফিশ ফ্রাই মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৫ টি অনুমোদনহীন হকার দোকান উচ্ছেদসহ প্রায় দুই শতাধিক হকার উচ্ছেদ করা হয়।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় করায় একটি খাবার দোকানকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার ও কক্সবাজার পৌরসভা অংশগ্রহণ করে।


সম্পর্কিত খবর