বুধবার , ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার

কক্সবাজারে ইকোসিস্টেম এ্যাকশন বিষয়ে যুব কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারে যুবকদের নিয়ে ইকোসিস্টেম এ্যাকশন বিষয়ে যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কোডেক কর্তৃক বাস্তবায়িত ব্লু-ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার সকালে হোটেল সি-প্যালেস কন্ফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় জলবায়ু পরিবর্তন, ইকোসিস্টেমের পুনরুদ্ধার এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষয় বা দুষণ রোধ করে দেশ ও প্রকৃতির সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য যুব সমাজের ভূমিকা এবং করণীয় নিয়ে আলোচনা করা হয়।

উক্ত কর্মশালার মাধ্যমে মাহেশখালী এবং চকরিয়া উপজেলার পরিবেশগত এবং ইকোসিস্টেম বিষয়ক সমস্যা চিহ্ণিত করা হয় এবং পরবর্তী ৬ মাসের জন্য যুবকদের অংশগ্রহণে উক্ত সমস্যা সমাধানের পরিকল্পণা তৈরি করা হয়। উক্ত ২ উপজেলা হতে মোট ৩০ জন যুবক স্বতফূর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং আগামী দিনে পরিবেশ রক্ষায় দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন।

কর্মশালায় কোডেকের প্রকল্প ব্যবস্থাপক মো. সোহরাব হোসেন, ফিনেন্স অফিসার এ.এফ.এম কামরুল ইসলাম এবং ফিল্ড অফিসার কহিনূর আক্তার বক্তব্য রাখেন।

কর্মশালায় কোডেক প্রকল্প ব্যবস্থাপক মো. সোহরাব হোসেন বলেন এ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষা এব পুনরুদ্ধারের জন্য কক্সবাজারে উদ্যোক্তা তৈরি করে গ্রীণ বিজনেসেরও পরিকল্পনা চলছে। এক বছরের মধ্যেই এটি বাস্তবায়নের পরিকল্পনাও নেয়া হয়েছে।

প্রকল্পটি অষ্ট্রেলীয়ন এইড এবং দাতা সংস্থা অক্সফাম-ইন বাংলাদেশ সহায়তায় কক্সবাজার, সাতক্ষীরা এবং খুলনা জেলায় চলমান রয়েছে।


সম্পর্কিত খবর