
ঢাকায় আদিবাসী ছাত্র-জনতা’র কর্মসূচিতে হামলার প্রতিবাদে কক্সবাজারে মানব্বন্ধন ও বিক্ষোভ করেছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা।
এসময় ঢাকায় বিক্ষোভ সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।
শুক্রবার দুুপুর ১২ টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানব্বন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
এসময় বক্তারা বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা লড়াই করে স্বৈরাচার সরকারকে দেশত্যাগ করতে বাধ্য করেছি। কিন্তু আজ আবারও আমাদের বৈষম্যের শিকার হয়ে এখানে দাঁড়াতে হয়েছে। আপনারা কারও সঙ্গে আলোচনা না করে পাঠ্যপুস্তক থেকে এভাবে কয়েকজনের দাবির মুখে কোনো কিছু বাদ দিতে পারেন না। বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে আবার যদি হামলা করা হয়, তাহলে জুলাই আন্দোলনের আগে আর পরে পার্থক্য কোথায় এমন প্রশ্ন তুলেন তারা।
বাংলাদেশ আবাদিবাসী ফোরামের সহ-সভাপতি ক্য জ্য অংয়ের সভাপতিত্বে মানব্বন্ধনে আরও বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি কক্সবাজারের সভাপতি দীলিপ দাশ, সাধারন সম্পাদক নাছির উদ্দিন, আদিবাসী ফোরামের সহ-সভাপতি মা টিন টিন, আদিবাসী ফোরাম উখিয়া শাখার সভাপতি ইমন, বৌদ্ধ সুরক্ষা পরিষদের অর্থ সম্পাদক থোম ম্লাই, চাকমা-তঞ্ছঙ্গা স্টুডেন্ট কাউন্সিলের প্রচার সম্পাদক নেপাল চাকমা প্রমূখ।