বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার

সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যার ঘটনায় পুলিশ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুরে চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী এই অভিযোগপত্র দাখিল করেন।

পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তে ১৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে ১২ জন ইতোমধ্যেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, আর ৬ জন পলাতক। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের নির্দেশ জারি করা হয়েছে।

সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের হয়েছিল—একটি ডাকাতির প্রস্তুতিসহ হত্যাকাণ্ড এবং অপরটি অস্ত্র আইনে। সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল্লাহ আল হারুণুর রশীদ ১৭ জনের নাম উল্লেখ করে ডাকাতির প্রস্তুতিসহ হত্যার মামলা দায়ের করেন। একই ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর অস্ত্র আইনে আরেকটি মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ১৭ জনের মধ্যে ৬ জনের বিরুদ্ধে যথাযথ প্রমাণ না পাওয়ায় তাদের নাম বাদ দিয়ে এজাহারভুক্ত নয় এমন ৭ জনের নাম যুক্ত করেছে। ফলে দুই মামলায় অভিযুক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জন।

উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারার পূর্ব মাইজপাড়ায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে সশস্ত্র ডাকাতি প্রতিরোধে যৌথবাহিনীর অভিযানের সময় ডাকাতদের ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নির্মমভাবে নিহত হন। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

নিহত সেনা কর্মকর্তা তানজিম


সম্পর্কিত খবর